Home সারাদেশ বন্ধুর প্রেমিকার ব্লেডের আঘাতে গোপনাঙ্গ হারানোর উপক্রম

বন্ধুর প্রেমিকার ব্লেডের আঘাতে গোপনাঙ্গ হারানোর উপক্রম

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, নেত্রকোনা: বন্ধুর প্রেমিকাকে ধর্ষণ করতে গিয়ে গোপনাঙ্গের অর্ধেক কাটা গেছে এক যুবকের। সংকটাপন্ন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকালে পূর্বধলা উপজেলা সদরের রাজধলা বিলপাড়ে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম পারভেজ। বয়স ২৫। বাড়ি পূর্বধলায়।

স্থানীয় লোকজনের হাতে আটক ওই তরুণীর দাবি, জাহিদ নামের এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকের সঙ্গে দেখা করতে তিনি বিকাল পৌনে ৪টার দিকে উপজেলা সদরের রাজধলা বিলপাড়ে আসেন। এ সময় প্রেমিক জাহিদ ফোন দিয়ে পারভেজ নামের আরেক যুবককে সেখানে আনে। পরে তারা দুজন মিলে তাকে বিলের পশ্চিম পাশে একটি বাগানের পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই তরুণীর ব্যাগে থাকা একটি ব্লেড দিয়ে পারভেজের পুরুষাঙ্গে আঘাত করে। এতে পারভেজের পুরুষাঙ্গের অর্ধেক কেটে যায়।

পরে তার চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। এ সময় স্থানীয়রা ওই তরুণীকে আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও পরে ছেড়ে দেয়।

পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ সোহেল রানা বলেন, পারভেজের পুরুষাঙ্গের মাঝামাঝি অর্ধেক কেটে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পূর্বধলা থানার ওসি মো. নুরুল আলম বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।