Home সারাদেশ গোল্ডেন পিস এ্যাওয়ার্ড পেলেন মাধবপুরের মিজান

গোল্ডেন পিস এ্যাওয়ার্ড পেলেন মাধবপুরের মিজান

মাধবপুর
মাধবপুর থেকে মাসুদ লস্কর:  মাধবপুর উপজেলার কৃতি সন্তান  মিজানুর রহমান পল্লী বিদ্যুত ও সমাজ সেবায়  বিশেষ অবদান রাখায় জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস ঘোষিত মানবাধিকার গোল্ডেন পিস এ্যাওয়ার্ড -২০২২ এ ভূষিত হলেন।
 শনিবার বিকালে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মিজানুর রহমানের হাতে পদক তুলে দেন সুপ্রিম কোর্ট-এর বিচারপতি খাদেমুল ইসলাম।
মিজানুর রহমান মাধবপুর উপজেলার বেঙ্গাডুবা গ্রামের মোস্তাফা চকদারের ছেলে। ৬ ভাই বোনের মধ্যে ৩য়। ব্যাক্তিগত জীবনে মিজানুর রহমান মিজান সহজ সরল ব্যক্তিত্ব।
তিনি সর্বপ্রথম গ্রামীণফোনের এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন।  দলিল লিখক হিসাবে পরিচিত হলেও বর্তমানে নোয়াপাড়া আই,ভি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, ইটাখোলা সিনিয়র আলীম মাদ্রাসার শিক্ষানুরাগী সদস্য, ইসলামী ফাউন্ডেশন স্কুলের সভাপতি, বেঙ্গাডুবা বায়তুল মামুর জামেমসজিদ এর সহ-সভাপতি, বেসরকারি ক্ষুদ্র ঋণ দানকারি প্রতিষ্ঠান  “পাশা “র উপদেষ্টা, হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির সাবেক সভাপতি এবং বর্তমান ৬ টি উপজেলার সমিতির বোর্ড  মনোনিত পরিচালক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।