বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: রাজধানীর মেরুল বাড্ডা থেকে গ্রেপ্তার স্বর্ণ ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও অস্ত্র আইনে পৃথক তিনটি মামলা দায়ের করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটডিলিয়ন (র্যাব)। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার (২২ নভেম্বর) ভোর সোয়া ৬টার দিকে তাকে থানায় সোপর্দ করা হয়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, তিন মামলায় আজ গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে মনিরকে। জিজ্ঞাসাবাদের জন্য প্রতিটি মামলায় সাত দিন করে মোট ২১ দিনের রিমান্ড আবেদন করা হবে।
শুক্রবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর মেরুল বাড্ডায় মনিরের বাসায় রাতভর অভিযান চালিয়ে নগদ এক কোটি ৯ লাখ টাকা, ১০ দেশের ৯ লাখ টাকার মূল্যমানের বৈদেশিক মুদ্রা, ৮ কেজি স্বর্ণ, বিদেশি মদ ও বিদেশি অস্ত্র জব্দ করা হয়। এছাড়া মনিরের অনুমোদনহীন তিন কোটি টাকা মূল্যের বিলাসবহুল ৫টি গাড়ি জব্দ করা হয়। প্রাথমিকভাবে মনিরের এক হাজার ৫০ কোটি টাকার বেশি সম্পদের খোঁজ পেয়েছে র্যাব।