Home Uncategorized গ্যাংটকে বৈরি প্রকৃতি: হতাশ পর্যটক

গ্যাংটকে বৈরি প্রকৃতি: হতাশ পর্যটক

গ্যাংটক ( সিকিম )ভারত: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এখানে আসা পর্যটকরা ফিরে যাচ্ছেন

গত কয়েকদিন ধরে এখানে আবহাওয়া খারাপ। আরও কয়েকদিন এমন অবস্থা থাকার পূর্বাভাষ দেয়া হয়েছে। তাতে হতাশ হয়ে পড়েছেন পর্যটকরা। মন খারাপ করে অনেকে ফিরে যাচ্ছেন। কখনও মেঘ, কখনও ভারি বৃষ্টিপাতের কারণে কর্তৃপক্ষ অনুমতি দিচ্ছে না বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে যাওয়ার। অনেকে ফিরে যাচ্ছেন, আবার কেউ কেউ আশা নিয়ে হোটেলে অবস্থান করছেন

গ্যাংটক এর আশেপাশের অঞ্চল পুরোটাই সুবিশাল দৃষ্টিনন্দন পাহাড়ে ঘেরা। বৈচিত্র্যময় উদ্ভিদ, সাথে বিচিত্র প্রাণিকুল মিলিয়ে গ্যাংটক হয়ে উঠেছে প্রকৃতিপ্রেমীদের স্বর্গরাজ্য। রডোডেন্ড্রন, অর্কিডের ন্যায় ফুল, সাথে লাল পান্ডা, লাল রঙ্গিন পাখি এগুলো গ্যাংটকের অন্যতম প্রধান আকর্ষণ। গ্যাংটকে পর্যটকদের মন মাতানোর জন্য অনেক হ্রদ, ঝর্ণা পাহাড় রয়েছে। তবে এদের মধ্যে সোমগো মেনমেকো হ্রদই বেশি পরিচিত

গ্যাংটকের অন্যতম প্রধান দর্শনীয় জায়গা হল এম.জি মার্গ বা মহাত্মা গান্ধী মার্গ। সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো দারুণ দর্শনীয় জায়গা এই এম.জি মার্গ। মাঝে বসার জায়গা, দুই পাশে সুসজ্জিত দোকানপাট, পরিচ্ছন্ন রাস্তাঘাট- সবমিলিয়ে একটা অন্যরকম স্বর্গীয় পরিবেশ। এম.জি.মার্গে মহাত্মা গান্ধীর খুব সুন্দর একটি মূর্তি স্থাপিত আছে। গ্যাংটক শহরে রোপওয়ে আছে, উপর থেকে শহরটাকে দেখতে খুব সুন্দর লাগে।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমের রাজধানী ও বৃহত্তম শহর। পূর্ব হিমালয় পর্বতশ্রেণির শিবালিক পর্বতে ১৪৩৭ মিটার উচ্চতায় এই গ্যাংটকের অবস্থান। মাত্র ৩০ হাজার বাসিন্দার শহর গ্যাংটক।

বিজনেসটুডে২৪ ডেস্ক