বিজনেসটুডে২৪ ডেস্ক: ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার গ্যাব্রিয়াল ফ্রেটিস মারা গেলেন। ৩৭ বছরের এই ব্যক্তিকে ঘিরে সকলে যথেষ্ট উৎসাহিত ছিলেন। তার ওজন ছিল ২০০ কেজি। এই ওজনই কী তার মৃত্যুর প্রধান কারণ হল। চিকিৎসকরা জানিয়েছেন কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার কারণেই তার মৃত্যু ঘটেছে।
ফ্রেটিসের আগের ওজন ছিল ৩৮০ কেজি। সেইসময় ইন্ট্রাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ছিল ৭১ হাজার। তবে সেখান থেকেই তার দেহে নানা ধরণের রোগের লক্ষণ ধরা পড়তে থাকে। সামাজিক মাধ্যমে ফ্রেটিস জানিয়েছিল তার বাবা এবং মায়ের মৃত্যুর পর তার ওজন ৪০০ কেজিতে গিয়েছিল। তবে তার প্রধান টার্গেট ছিল কোনও অপারেশন ছাড়াই নিজের ওজন ১০০ কেজিতে নামিয়ে নিয়ে আসা।
তার বন্ধুরা জানিয়েছেন নিজের ওজন কমানোই প্রধান টার্গেট ছিল। সেই টার্গেট পূরণ করতে গিয়েই হয়তো নিজের মৃত্যু ডেকে নিয়ে এল সে। এমন একটি ডায়েট চার্ট সে তৈরি করেছিল যা তার পক্ষে ক্ষতিকারক ছিল। তাই নিজের দেহের চাহিদা পূরণ করতে না পেরেই সে মৃত্যুর দিকে ঢলে পড়ল। ২০১৫ সালে ফ্রেটিসের ওজন ছিল ৩২০ কেজি। এরপর ছমাসের মধ্যে নিজের ওজন কমিয়েছিল ১১৪ কেজি। সেই সময় সবকিছু ঠিক চলছিল। তবে এরপর ফের একবার তার দেহের ওজন বাড়তে খাকে। সেইসময় তার ওজন ছিল ৩৮০ কেজি। তার নিজের তৈরি করা ইউটিউব চ্যানেলে তাকে নিয়ে জনপ্রিয়তা ক্রমেই বাড়ছিল।
নিজের ওজন কমানোর দিকটি নিজের ফ্যানদের কাছে বারে বারে তুলে ধরতেন ফ্রেটিস। সেখান থেকে তার ফ্যানরা তাকে প্রয়োজনীয় টিপসও দিতেন। নিজের ওজন কমানোর জন্য সবদিক থেকেই চেষ্টা করছিল ফ্রেটিস। তবে এই ওজন কমানোই একদিকে তার কাল হয়ে সামনে আসল।