Home চট্টগ্রাম গ্যাস বিদ্যুৎ পানি সরবরাহ নিশ্চিত করুন: সুজন

গ্যাস বিদ্যুৎ পানি সরবরাহ নিশ্চিত করুন: সুজন

খোরশেদ আলম সুজন

সরকার নির্দেশিত লকডাউন এবং পবিত্র রমজান মাসে গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহ সুনিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্টান প্রধানদের নিকট উদাত্ত আহবান জানিয়েছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

মঙ্গলবার (১৩ এপ্রিল ) সকালে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড-এর এমডি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিতরণ দক্ষিণাঞ্চল এর প্রধান প্রকৌশলী ও ওয়াসা’র এমডি’র সাথে ফোনে কথা বলে তিনি এ আহবান জানান।

এ সময় তিনি বলেন সরকার করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১৪ এপ্রিল থেকে সারাদেশে লকডাউন ঘোষণা করেছে। আর লকডাউনকে সম্পূর্ণরূপে কার্যকর করতে ইতিমধ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছে সরকার। অন্যদিকে রমজান মাসও সমাগত। এ মাসে ধর্মপ্রাণ মুসলমানগণ ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে। তাই এ সময়ে নগরবাসীর দৈনন্দিন ব্যবহার্য গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহ সুনিশ্চিত করা একান্ত প্রয়োজন। এ সময় তিনি কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর এমডি প্রভঞ্জন বিশ্বাস এর সাথে ফোনে কথা বলেন। তিনি নগরীর যে সব এলাকায় গ্যাসের চাপ অপর্যাপ্ত রয়েছে সে সব এলাকায় চাপ বৃদ্ধি করে নগরবাসীর গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের এমডি’র আশু হস্তক্ষেপ কামনা করেন।

পরবর্তীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিতরণ দক্ষিণাঞ্চল এর প্রধান প্রকৌশলী দেওয়ান সামিনা বানু’র সাথে ফোনে কথা বলেন তিনি। লোডশেডিং এবং ট্রিপ ডাউনের নামে নগরবাসীর যেন কোন ধরনের ভোগান্তি না হয় সেদিকে দৃষ্ঠি দানের অনুরোধ জানান।

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী একেএম ফজলুল্লাহ’র সাথেও ফোনে কথা বলেন সুজন। তিনি ওয়াসার এমডিকে বলেন সরকার লকডাউন ঘোষণার মাধ্যমে জনগণকে ঘরে থাকার নির্দেশনা প্রদান করেছে। এ নির্দেশনা বাস্তবায়নে ওয়াসার সহযোগিতাও একান্ত জরুরি। স্বাভাবিকভাবে বিপুল সংখ্যক নগরবাসী লকডাউনের সময় বাসা বাড়িতে অবস্থান করবে। তাই এ সময় পানির স্বাভাবিক চাহিদা আগের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পাবে। এ বিষয়টি মাথায় রেখে যে কোন মূল্যে পানি সরবরাহ স্বাভাবিক রাখতে ওয়াসার এমডি’র নিকট আহবান জানান তিনি।

-সংবাদ বিজ্ঞপ্তি