বিজনেসটুডে২৪ ডেস্ক
করোনায় আক্রান্ত হয়ে গ্রামীণ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জামাল উদ্দিন মারা গেছেন।
শনিবার (২৪ এপ্রিল) ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন )। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
জামাল উদ্দিনের ভাই ধামরাইয়ের নান্নার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন বলেন, করোনায় আক্রান্ত হয়ে গত কয়েক দিন ধরেই ঢাকার নিউ লাইফ হাসপাতালের আইসিউতে ভর্তি ছিলেন জামাল। শনিবার ভোরে তিনি মারা গেছেন।
শনিবার সকালে ধামরাইয়ের চাউনা গ্রামে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলেও জানান তিনি।