Home পরিবেশ গ্রিন্ডলেজ ব্যাংক পাহাড় কাটার দায়ে ২৮ লাখ টাকা জরিমানা

গ্রিন্ডলেজ ব্যাংক পাহাড় কাটার দায়ে ২৮ লাখ টাকা জরিমানা

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এভাবে সাবাড় করা হয়েছে পাহাড়। সরেজমিনে পরিবদর্শন টিম পরিবেশ অধিদপ্তরের পরিদর্শনকালে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: গ্রিন্ডলেজ ব্যাংক পাহাড় কাটার দায়ে দু’জনকে ২৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সেই সঙ্গে সেখানে কোন বহুতল ভবন তৈরি বন্ধের নির্দেশ দেয়া হয়।

সোমবার পরিবেশ অধিদপ্তরের মহানগর কার্যালয়ে শুনানি শেষে এই নির্দেশ দেয়া হয়েছে। আদেশ দেন অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী।

গত ১৮ মে সরেজমিনে পরিদর্শন করে এস এস সড়কে অবস্থিত পাহাড় কাটার প্রমাণ পায় পরিবেশ অধিদপ্তর। এ সময় পরিদর্শন টিম লক্ষ্য করেন যে পাহাড়ের প্রায় ২৮ হাজার ঘনফুট কেটে ফেলা হয়েছে বহুতল ভবন নির্মাণের জন্য। পরিবেশ অধিদপ্তর কোন অনুমতি দেয়নি সেখানে পাহাড় কাটার। এই বেআইনি কাজে জড়িত সনজিত দত্ত এবং  ডা. দারদাউস শাহ নামে ওই দুই ব্যক্তিকে সোমবার শুনানিতে উপস্থিত হওয়ার জন্য নোটিশ মহানগর কার্যালয়ের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক জানান, শুনানি শেষে পাহাড় কাটার দায়ে ওই দুই ব্যক্তিকে ২৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ সাত দিনের মধ্যে পরিশোধ করার জন্য বলা হয়। পাশাপাশি ওই স্থানে কোন ধরনের বহুতল ভবনের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা না করা এবং পাহাড় কাটা যাতে না হয় এজন্য নির্দেশ দেয়া হয়েছে।