ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটির ঐতিহ্যবাহী সর্ববৃহৎ সামাজিক ও চ্যারিটি সংগঠন গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে নর্থের প্রথম দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন ও বি জিএম বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন কিথলিতে জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্প্রতি অনুষ্ঠিত হয়।
ফয়জুল ইসলাম সভাপতি, জয়নুল আবেদিন বাবুল সাধারণ সম্পাদক এবং সারওয়ার হোসেইন ট্রেজারার নির্বাচিত হয়েছেন।
প্রচন্ড প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ভোটাররা উৎফুল্ল ও আনন্দঘন পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন।
নির্বাচনে বই ও গোলাপ ফুল প্রতীক নিয়ে দুটি প্যানেল প্রতিদ্বন্ধিতা করে। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট প্রদান চলে। রাত ৭ ঘটিকার সময় নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে মোহাম্মদ ফয়জুল ইসলাম ১৬৫ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর মোহাম্মদ আশরাফ মিয়া ভোট পেয়েছেন ১৪০টি । সাধারণ সম্পাদক পদে জয়নুল আবেদিন বাবুল ১৬৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ এনামুল হক এনাম ১৪০ টি ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে সাংবাদিক মোঃ সারওয়ার হোসেইন ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেক টাউন মেয়র মোহাম্মদ ফুলজার আহমদ ভোট পেয়েছেন ১৪০টি।
উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জিএস সি সেন্ট্রাল সাবেক চেয়ারম্যান মনছব আলী জেপি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিএস সি সেন্ট্রাল সেক্রেটারি খসরু খান, সেন্ট্রাল ট্রেজারার ছালেহ আহমদ, অর্গানাইজিং সেক্রেটারি মির্জা আছকির বেগ ও আব্দুস সালাম।
বই প্যানেলের নব নির্বাচিত নেতৃবৃন্দ তাদের বিজয়ের জন্য মহান আল্লাহ তা’আলার কাছে শুকরিয়া আদায় করেন। যাদের অক্লান্ত পরিশ্রম ও রাতদিন মেহনতের ফলে বই প্যানেলের বিজয় অর্জন হয়েছে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
তারা উভয় প্যানেলের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় মানবতার কল্যাণ ও সমাজ সেবায় নর্থ ইংল্যান্ডে জি এস সির কার্যক্রম চালিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানান।