সাংসদ লতিফের উদ্যোগে আলোচনা সভা, খতমে কোরআন, মিলাদ মাহফিল
২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবস উপলক্ষে চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম. এ. লতিফ ’র উদ্যোগে সাংসদের ৩নং জেটি গেইটস্থ রাজনৈতিক কার্যালয়ে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ’র সভাপতি আব্দুল আজিজ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ’র শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া। প্রধান অতিথি মাহবুবুল হক মিয়া আলোচনা সভায় জাতির পিতা ও ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এম. এ. লতিফ এমপি’র পক্ষে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
তিনি বলেন-গণতনেন্ত্রর মানসকন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়েছিল। উক্ত হামলায় শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভী রহমানসহ আওয়ামীলীগ’র কেন্দ্রীয় ২৪ জন নেতা-কর্মী নিহত ও ৫০০ জন আহত হন। যাদের মধ্যে অনেকেই এখন অসুস্থ ও পঙ্গুত্ব বরণ করে জীবন যাপন করছেন।
সভায় বক্তারা গ্রেনেড হামলায় দন্ডিতদের রায় দ্রুত কার্যকরের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
দিবসটি উপলক্ষে এম. এ. লতিফ এমপি’র দলীয় কার্যালয়ে সকাল ১০.৩০ টায় আলহাজ্ব হাফিজুর রহমান জামে মসজিদ’র খতিব ও পেশ ইমাম আলহাজ্ব মাওলানা এখলাছুর রহমান’র নেতৃত্বে খতমে কোরআন অনুষ্ঠিত হয়। স্বাধীনতা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সদস্য সচিব আলহাজ্ব মাওলানা এখলাছুর রহমান’র পরিচালনায় দোয়া মাহফিলে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের পাশাপাশি বঙ্গবন্ধু ও তাঁর শহীদ পরিবারের সদস্যদের বিদেহী আত্মার ও মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর পরিবারের দীর্ঘায়ু কামনা করা হয়।
অনুষ্ঠানে এম. এ. লতিফ এমপি’র শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে করোনা ভাইরাস থেকে দেশবাসীকে রক্ষার ও দেশের সার্বিক পরিস্থিতি উন্নতির জন্য মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয়।
বক্তব্য রাখেন ৩৯ নং ওয়ার্ড’র সাবেক কাউন্সিলর মোঃ আসলাম, চট্টগ্রাম বন্দর সিবিএ সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, ৩৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ’র সহ-সভাপতি মোঃ ফরিদ কন্ট্রাক্টর, ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক আকবর হোসেন কবি, মাঝিরঘাট লবণ শ্রমিকলীগ’র সভাপতি আবদুল মতিন মাষ্টার, বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগ’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইমাম হোসেন, ডবলমুরিং থানা সাবেক ছাত্রলীগ’র সভাপতি মোস্তফা কামাল টিপু ও সাবেক কমার্স কলেজ’র ছাত্রলীগ’র সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন শান্ত ও স্বাধীনতা নারী শক্তি পরিচালক অধ্যাপিকা বিবি মরিয়ম। আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ৪০নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল বারেক, ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইবনে আহম্মদ, ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগ’র সাংগঠনিক সম্পাদক মোঃ মঈন উদ্দিন হাসান, ৩৬নং ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগ’র সভাপতি আব্দুল মান্নান চৌধুরী, ৩৮ নং ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগ’র সভাপতি মোঃ ইমতিয়াজ মেম্বার, আব্দুল শুক্কুর, ২৭ নং ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগ সভাপতি মোঃ আবু বক্কর ছিদ্দিকী, লবণ শ্রমিক লীগ সহ-সভাপতি মোঃ ফারুক মোল্লা, রেলওয়ে শ্রমিক লীগ নেতা কামাল উদ্দিন চৌধুরী, বন্দর সিবিএ সদস্য আশিষ কান্তি মুহুরী, আওয়ামী লীগ নেতা নেছার মিয়া আজিজ, মোঃ জাহেদ আলী, মনিরুল হক মুন্না, ৩৬ নং ওয়ার্ড যুবলীগ’র সাধারণ সম্পাদক টিসু মল্লিক, ২৯ নং ওয়ার্ড যুব লীগ’র সভাপতি মোহাম্মদ আবছার উদ্দিন ও সাধারণ সম্পাদক শাহীন সরোওয়ার, সহ-সভাপতি রাশেদ জুবায়েইরী, মহানগর যুবলীগ নেতা মোঃ আকতার হোসেন, মোঃ শহীদ শেঠ, মোঃ জুয়েল, মোঃ টিপু, মোঃ মনির, মোঃ আরমান, মোঃ সালাউদ্দিন রনি, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ’র সহ-সভাপতি পাভেল আহমেদ, সহ-সম্পাদক মোঃ আরিফ, ছাত্রলীগ নেতা কবির আহম্মদ, আরিফুল ইসলাম সরল, ইউসুফ জিতু, তানজিব আওছান জীবুসহ বাংলাদেশ আওয়ামীলীগ এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ।-সংবাদ বিজ্ঞপ্তি