Home আইন-আদালত জামিন পেয়েছেন সিকদার গ্রুপের এমডি রন

জামিন পেয়েছেন সিকদার গ্রুপের এমডি রন

রন হক সিকদার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি:

ঢাকা: সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার জামিন পেয়েছেন। শুক্রবার বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম তাকে জামিন দেন। জামিনে মুক্ত হওয়ায় এখন তিনি বাবার জানাজায় অংশ নিতে পারবেন।

দুপুর আড়াইটার দিকে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের এসআই রিপন উদ্দিন আসামি রন হককে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। রন হকের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। বিকেলে আদালতে জামিন শুনানি অনুষ্ঠিত হয়।

এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার মামলায় সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদারকে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তারের পর দুপুর আড়াইটার দিকে একটি সাদা মাইক্রোবাসে করে আদালতে নিয়ে যায় মহানগর গোয়েন্দা পুলিশ। একই মামলায় অপর আসামী তার ভাই দিপু হক সিকদার বিদেশে পলাতক রয়েছেন।

মামলার ভাষ্যমতে, সিকদার গ্রুপ এক্সিম ব্যাংকের কাছে ৫০০ কোটি টাকা ঋণের আবেদন করে। এরপর ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মুহাম্মদ ফিরোজ হোসেন ঋণ প্রস্তাবের বিপরীতে গ্রুপের বন্ধকি সম্পত্তি পরিদর্শনে যান। এসময় সিকদার গ্রুপের এমডির দাবির তুলনায় বন্ধকি সম্পত্তির মূল্য কম হওয়ায় এ নিয়ে কথাবার্তার এক পর্যায়ে দুই ব্যাংক কর্মকর্তাকে একটি অ্যাপার্টমেন্টে আটকে রেখে নির্যাতন করা হয়।

এ সময় দুই ভাই রন ও দিপু তাদের গুলি করে হত্যার হুমকি দেন ও সাদা কাগজে সই নেন।
ঘটনার পর গত ১৯ মে এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তা মামলা করার আগেই দুই ভাই দেশের বাইরে চলে গিয়ে পলাতক অবস্থায় উচ্চ আদালত থেকে জামিন নেয়ার চেষ্টা করেন।

গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সিকদার গ্রুপের প্রতিষ্ঠাতা জয়নুল হক সিকদার দুবাইয়ের একটি হাসপাতালে মারা যান। বাবার শেষকৃত্যে অংশ নিতে ছয় মাসেরও বেশি সময় পর দেশে আসেন রন।


Attachments area