বিজনেসটুডে২৪ ডেস্ক:
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সভায় গ্লাক্সোস্মিথক্লাইনের নাম, ট্রেডিং কোড ও সেক্টর পরিবর্তন করা হয়েছে।
২৬ নভেম্বর থেকে কোম্পানিটির এসব পরিবর্তন কার্যকর হবে।
ডিএসই সূত্রে জানা গেছে, গ্লাসকোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেডের নতুন নাম হবে ইউনিলিভার কনসিউমার কেয়ার লিমিটেড। ডিএসইতে কোম্পানির কোড হবে “UNILEVERCL”।
মঙ্গলবার কোম্পানিটির এসব পরিবর্তনের বিষয় অনুমোদন করা হয়।
কোম্পানিটির নাম পরিবর্তনের সাথে খাতও পরিবর্তন হয়ে যাচ্ছে। কোম্পানিটি ডিএসইতে ওষুধ-রসায়ন খাতের পরিবর্তে খাদ্য-আনুসঙ্গিক খাতে লেনদেন করবে।
কোম্পানিটি আরও জানায়, নাম, ট্রেডিং কোড ও সেক্টর ছাড়া অন্যান্য তথ্য অপরিবর্তি থাকবে।