Home Uncategorized ‘ঘাতকব্যাধি করোনাভাইরাস আল্লাহর গজব’ : ড. খালিদ

‘ঘাতকব্যাধি করোনাভাইরাস আল্লাহর গজব’ : ড. খালিদ

সিলেটের বিয়ানিবাজারে তাফসির মাহফিলে ড. আ ফ ম খালিদ হোসেন

বিয়ানীবাজার ( সিলেট ): ‘করোনাভাইরাস ও আফ্রিকার মরু পতঙ্গের তাণ্ডব নিঃসন্দেহে আল্লাহ তা’আলার গযব।’

এখানে আয়োজিত তাফসির মাহফিলে আজ শুক্রবার এই অভিমত ব্যক্ত করেছেন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও আলেমে দ্বীন ড. আ ফ ম খালিদ হোসেন।

হিযবে এলাহি আয়োজিত ৩দিনব্যাপী তাফসির মাহফিলের আজ সমাপনী দিনে ড. খালিদ পবিত্র কোরআনের সূরা রা’দ-এর তাফসির করেন। তিনি এ প্রসঙ্গে প্রাচীন আদ, ছামুদ, লুত, ও ফিরআউনের সম্প্রদায়কে অবাধ্যতা ও নাফরমানীর জন্য কিভাবে আল্লাহ ধ্বংস করেছেন  তার ব্যাখ্যা করতে গিয়ে ঐ অভিমত দেন।
স্থানীয় পি.এইচ.জি হাই স্কুল মাঠে আয়োজিত তাফসির মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা আস’আদ আল মাহমুদ ।

-সংবাদ বিজ্ঞপ্তি