চট্টগ্রাম:দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ২০২২ সালের সেরা বার্ষিক প্রতিবেদন তৈরীর জন্য ১৫টি ক্যাটাগরিতে ৩০টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুল ২০২২ সালে সেরা বার্ষিক প্রতিবেদন তৈররি জন্য দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর এনজিও ক্যাটাগরিতে যুগ্মভাবে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে। গত ৩০ অক্টোবর রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। সংস্থার পক্ষে পুরস্কার গ্রহণ করেন সহকারী পরিচালক সাদিয়া রহমান।
অনুষ্ঠানে সংস্থার পক্ষে আরো উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিষদের সহ-সভাপতি শিব নারায়ন কৈরী, প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরী ও উপপরিচালক জয়ন্ত কুমার বসু।