Home বিনোদন ঘোড়দৌড় প্রতিযোগিতা, পুরস্কার টিভি, খাসি

ঘোড়দৌড় প্রতিযোগিতা, পুরস্কার টিভি, খাসি

ঘোড়দৌড় প্রতিযোগিতা
সোবহান আলম, নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে: বৃহস্পতিবার উপজেলার পঁচাকরন্জী গ্রামে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীদের পুরস্কার দেয়া হয়েছে এলইডি রঙিন টিভি, খাসি ।
শালখুরিয়া ইউনিয়নের পচাকরন্জী গ্রামের শতাধিক বিঘা জমিতে শস্য ফসল চাষাবাদ শেষে উন্মুক্ত রয়েছে। সেই উন্মুক্ত মাঠে  স্থানীয় শালখুরিয়া ইউপি যুবলীগ এই প্রতিযোগিতার আয়োজন করে।
সরেজমিন দেখা যায়, ঘোড়দৌড় দেখতে এদিন দুপুর থেকে নবাবগঞ্জ, বিরামপুর,ঘোড়াঘাট হাকিমপুর ও রংপুর থেকে হাজার হাজার মানুষ মাঠের চারপাশে এসে জড়ো হয়। বিকেল ৩টায় দিকে শুরু হয় প্রতিযোগিতা। দিনাজপুর রংপুর ও গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকা থেকে টাইগার, বীর বাহাদুর,  দুলদুল, অগ্রদূত, লাল গোলাপ, ইমু, সোনার ময়না পাখিসহ বিভিন্ন নামের ৩০টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়।  পুরস্কার হিসেবে ঘোড়সওয়ারকে ২১ ইঞ্চি এলইডি রঙিন টিভি, খাসিসহ আকর্ষণীয় পুরস্কার  দেওয়া হয়।
করোনা অমিক্রনের সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে জনসমাগম নিষিদ্ধসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে ১১ দফা নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশনা বাস্তবায়নে এরই মধ্যে প্রশাসনের কর্মকর্তারা  নিয়মিত অভিযান চালাচ্ছেন। এরপরেও সাধারণ মানুষ সচেতন হচ্ছে না। মাস্ক পরাসহ সামাজিক দূরত্ব মানছে না অনেকেই। এর মধ্যেই গত বৃহস্পতিবার বিকেলে প্রায় ০৮-১০ হাজার দর্শকের উপস্থিতিতে এই  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এখানে স্বাস্থ্যবিধি মানা তো দূরের কথা, প্রচণ্ড ভিড়েও কেউই মাস্ক ব্যবহার করেনি।