Home খেলাধুলা ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে মানুষের ঢল

ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে মানুষের ঢল

ছবি সংগৃহীত

বিজেনসটুডে২৪ প্রতিনিধি

যশোর:শনিবার দিনব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যশোর সদরের হৈবতপুর ইউনিয়নের তীরেরহাট গ্রামে অনুষ্ঠিত হয়ে গেলো প্রাচীনতম ঘোড়াদৌড় প্রতিযোগিতা। এই ঘোড়াদৌড় উপভোগ করতে সব বয়সী মানুষের ঢল নামে গ্রামটিতে।

আনন্দ উচ্ছ্বাসের কমতি ছিলোনা উপস্থিত কারও মধ্যে। খেলাটি উপভোগ করতে কনকনে শীতের মধ্যেও ফাঁকা মাঠে হাজির হয় শিশু, নারী, পুরুষসহ সব বয়সী মানুষ। প্রতিযোগিতাটির আয়োজন করে তীরেরহাট যুব উন্নয়ন কমিটি।

সরেজমিন দেখা যায়, তীরেরহাট ও নিশ্চিতপুর গ্রামের মাঠে হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছেন। সবারই লক্ষ্য প্রাচীনতম ঘোড়াদৌড় উপভোগ করা। বিশাল ফাঁকা মাঠে সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দিনব্যাপী এই দৌড় উপভোগে দর্শকদের আগ্রহের কমতি ছিলোনা।

প্রতিযোগিতায় বিভিন্ন জায়গা থেকে ১২টি ঘোড়া অংশগ্রহণ করে। নড়াইল জেলা থেকে আগত ঘোড়ার মালিক শাহিন ডাক্তার বলেন, যেখানেই এই প্রতিযোগিতা হয় তিনি তার ঘোড়া নিয়ে খেলায় অংশগ্রহণ করেন।

মোট ৬ রাউন্ডের খেলায় প্রথম স্থান অর্জন করেন চৌগাছা উপজেলার দশপাখিয়া গ্রামের মিলন। এছাড়া দ্বিতীয় স্থান অর্জন করেন নড়াইল জেলা থেকে আগত শাহিন ডাক্তার ও তৃতীয় হন যশোর সদরের রাজাপুর গ্রামের রাশেদুল ইসলাম।
খেলায় হৈবতপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শামসুল হক বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলার ভাইচ চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।

বিশেষ অতিথি ছিলেন চুড়ামনকাটি ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন, হৈবতপুর ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, কাশিমপুর ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম, ফতেপুর ইউপি চেয়ারম্যান শেখ সোহরব হোসেন, নরেন্দ্রপুর ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ, রামনগর ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ, লেবুতলা ইউপি চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন এবং তীরেরহাট গ্রামের ইউপি সদস্য আলমগীর কবীর।