বিজনেসটুডে২৪ প্রতিনিধি,সিলেট: বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাসনাজি গ্রামের উত্তরের মাঠে বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে নানান বয়সি মানুষের ঢল নেমেছিল।
স্থানীয় উদ্যোগে আয়োজিত ঘোড়দৌড় প্রতিযোগীতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাহারি রঙ ও নামের ৬০টি ঘোড়া নিয়ে মালিকগণ উপস্থিত ছিলেন। প্রতিযোগীতায় প্রশিক্ষিত শিশু-কিশোররা নিজেদের ঘোড়া নিয়ে দৌড় প্রতিযোগীতায় অংশ নেন।
প্রতিযোগীতা ৩টি ধাপে পৃথক পৃথকভাবে শুরু হয়। এরপর চুড়ান্তভাবে তিনটি ধাপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী বিজয়ীর নাম ঘোষণা করা হয়। প্রথম পুরস্কার খাসি জিতে নেয় বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের দশঘর গ্রামের সামাদ মিয়ার ঘোড়া ‘বাংলা ভাই’, দ্বিতীয় পুরস্কার মোবাইল ফোন জিতে নেয় একই ইউনিয়নের ছালিয়া গ্রামের আলী হোসেন মিয়ার ঘোড়া ‘সোনার মেডেল’ এবং তৃতীয় পুরস্কার আরেকটি মোবাইল ফোন জিতে নেয় প্রথম পুরস্কার বিজয়ী দশঘর গ্রামের সামাদ মিয়া’র অপর ঘোড়া ‘মাহিন রাজা’।
ঐতিহ্যবাহী ঘোড়দৌড় উপভোগ করতে আসা দর্শকরা জানান, শীতকাল এলেই আমাদের পূর্বসূরীরা উপজেলার বিভিন্ন স্থানে স্থানে ঘোড়দৌড়ের আয়োজন করা হতো। একে কেন্দ্র করে বিরাজ করতো উৎসবের আমেজ। দীর্ঘদিন পর এমন আয়োজন দেখে অনেক ভালো লেগেছে। আর অনেক আনন্দও পেয়েছি।
অয়োজক কমিটির সদস্য আনোয়ার হোসেন ধন মিয়া বলেন, গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতে আমাদের এই আয়োজন। আগামীতে আরও বড় পরিসরে ঘোড়দৌড় প্র্রতিযোগিতার আয়োজন করার ইচ্ছে আছে এলাকাবাসীর।