বিজনেসটুডে ২৪ প্রতিনিধি
ঢাকা: চট্টগ্রামের বেসরকারি ১২ হাসপাতালকে করোনা রোগী ভর্তি এবং চিকিৎসা সেবা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার ১৫ জুন হাইকের্টের বিচারক জে বি এম হাসান এই নির্দেশ প্রদান করেন।
মো. সাইফুল ইসলাম ও মো আজিজুল ইসলাম করোনা ভাইরাস আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি এবং সুচিকাৎসার আবেদন জানিয়ে একটি রিট পিটিশন করেন। (পিটিশন নম্বর-১৩৭ (এনেক্স-২৪)/২০২০)।
চট্টগ্রামের যে ১২টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিককে করোনা রোগীর চিকিৎসা সেবা দিতে নির্দেশ দেয়া হয়েছে সেগুলো হল- পার্কভিউ হাসপাতাল, মেডিকেল সেন্টার, ইস্পেরিয়াল হাসপাতাল, সার্জিস্কোপ হাসপাতাল, ডেল্টা হাসপাতাল, সিএসটিসি হাসপাতাল, সিএসসিআর হাসপাতাল, ন্যাশনাল হাসপাতাল, এশিয়ান হাসপাতাল, ওয়েল হাসপাতাল, মেট্রোপলিটন হাসপাতাল এবং ম্যাক্স হাসপাতাল।
চট্টগ্রামের সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং মেডিকেল কলেজ গুলোতে কত রোগী এবং তাদের কি কি চিকিৎসা সেবা দেয়া হচ্ছে তার প্রতিবেদন আগামী ২২ জুনের মধ্যে আদালতে জমা দিতে সিভিল সার্জনকে নির্দেশ দেয়া হয়েছে।
আবেদনকারিদের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার হাসান এম এস আজিম এবং সুপ্রিম কোর্ট বারের সহ-সম্পাদক এডভোকেট মোহাম্মদ বাকির উদ্দিন ভুইয়া। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ডেপুটি এটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ।