বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: সরকারি নির্দেশনা ছিল ২৭ জুলােইর মধ্যে বোনাস পরিশোধের। কিন্তু বুধবার (২৯ জুলাই) পর্যন্ত বোনাস পাননি ২২৯টি পোশাক কাখানার শ্রমিক। এদের বোনাস পরিশোধ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিএমইএ।
বুধবার বিকেলে এ তথ্য জানিয়েছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। তাদের তথ্য: সংগঠনটির সদস্যভুক্ত ১৮৯৮টি পোশাক কারখানার মধ্যে শ্রমিকদের বোনাস দিয়েছে ১৬৬৯টি কারখানা।
গত ২০ জুলাই দুপুরে বিজয়নগরে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের সভা শেষে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ঈদুল আজহার বোনাস ২৭ জুলাইয়ের মধ্যে পরিশোধ করার কথা জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। ওই দিনই জানানো হয় চলতি মাসের অর্ধেক বেতন পরিশোধ করা হবে ৩০ জুলাইয়ের মধ্যে।
ঢাকা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত ৩২২টি কারখানার মধ্যে বোনাস পরিশোধ করেনি ৫৬টি কারখানা। গাজীপুরের ৭১৩টির মধ্যে এখনও বাকি রয়েছে ৭১টি কারখানার বোনাস, সাভার-আশুলিয়া এলাকার ৪১টি কারখানার শ্রমিকরা পাননি তাদের ঈদ বোনাস। নারায়ণগঞ্জের ১৯৫টি কারখানার মধ্যে বোনাস পাননি ২০টি কারখানার শ্রমিক, চট্টগ্রামের ২৩২টি মধ্যে বোনাস দেয়া হয়নি ৩৭টি কারখানার আর অন্যান্য এলাকার ১৮টি কারখানার মধ্যে ৪টি কারখানা বোনাস দেয়নি।