Home চট্টগ্রাম চট্টগ্রামে অস্থায়ী ৩ পশুহাটের ইজারা আজ

চট্টগ্রামে অস্থায়ী ৩ পশুহাটের ইজারা আজ

৯৬ টি দরপত্র সংগ্রহ

টি কে গ্রুপের খালি মাঠের ইজারা নিতে সর্বাধিক দরপত্র


বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: সিটি কর্পোরেশনের তিনটি অস্থায়ী পশুর হাটের ইজারার দরপত্র ফরম সংগ্রহ হয়েছে ৯৬টি। গেল ৩ বছরে দরপত্র সংগ্রহের মধ্যে এবারই সর্বোচ্চ। বিক্রি করা এই দরপত্রের মাধ্যমে কর্পোরেশনের আয় হবে প্রায় ২২ লাখ টাকা।
আজ বুধবার (৭ জুলাই) দুপুর ২টায় দরপত্র দাতাদের উপস্থিতিতে খােলা হবে দরপত্র বক্স।
১৭ শর্তে জেলা প্রশাসনের দেওয়া ১০ দিনের জন্য এসব অস্থায়ী হাট বসানো হবে কর্ণফুলী পশুর হাট (নূরনগর হাউজিং), সল্টগোলা রেলক্রসিং ও পতেঙ্গা বাটারফ্লাই পার্কের দক্ষিণে টিকে গ্রুপের খালি মাঠে।
জানা যায়, কর্ণফুলী পশু বাজারের (নূর নগর হাউজিং/বহদ্দারহাট এক কিলোমিটার হতে শাহ আমানত ব্রীজের উত্তর পাশ পর্যন্ত) ইজারা নিতে নির্ধারিত মূল্য ৬০ হাজার টাকায় ৩০ টি দরপত্র সংগ্রহ করা হয়েছে। দরপত্র দাতাদের মধ্যে যিনি এই বাজারের ইজারা পাবেন তাকে এর জন্য পরিশোধ করতে হবে ২ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ৮৪৯ টাকা।
অন্যদিকে সল্টগােলা রেলক্রসিং সংলগ্ন স্থানের (৩৮নং ওয়ার্ডের অভ্যন্তরে চলাচল রাস্তা ছাড়া) পশু বাজারের ইজারা নিতে ৫ হাজার ৬শ’ টাকার মূল্যে দরপত্র সংগ্রহ করা হয়েছে ২১ টি। দরপত্র দাতাদের মধ্যে যিনি এই বাজারের ইজারা পাবেন তাকে এর জন্য পরিশোধ করতে হবে ২৪ লাখ ৩ হাজার ৩৯১ টাকা।
এছাড়া, ৪১নং ওয়ার্ডস্থ বাটারফ্লাই পার্কের দক্ষিণে টি কে গ্রুপের খালি মাঠে পশু বাজারের ইজারা নিতে সর্বোচ্চ দরপত্র সংগ্রহ করা হয়েছে। নির্ধারিত মূল্য ৫ হাজার ৮শ’ টাকায় দরপত্র সংগ্রহ করা হয়েছে ৪৫ টি। দরপত্র দাতাদের মধ্যে যিনি এই বাজারের ইজারা পাবেন তাকে এর জন্য পরিশোধ করতে হবে ২৫ লাখ ৭০ হাজার ৫শ’ টাকা।
কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মােহাম্মদ নজরুল ইসলাম বলেন, গেল ২৯ জুলাই রাজস্ব বিভাগ থেকে আমরা দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করি। মোট ৯৬ টি দরপত্র সংগ্রহ করা হয়েছে। দরপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে। দুপুর ২ টার পরেই জানা যাবে কারা এই বাজারের ইজারা পেলেন।
কর্পোরেশনের এস্টেট অফিসার (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন চৌধুরী বলেন, বিক্রিত ৯৬ টি দরপত্রের মাধ্যমে চসিকের ২১ লাখ ৭৮ হাজার ৬শ’ টাকা আয় হবে। এক্ষেত্রে পশু বাজারের ইজারা কারা পাবেন তা নির্ধারণ করা হবে লটারির মাধ্যমে। তবে দরপত্রদাতাদের মধ্যে যিনি সর্বোচ্চ ইজারা মূল্য দিবেন তিনি ইজারা পাবেন।