Home চট্টগ্রাম চট্টগ্রামে নতুন আক্রান্ত ২০৫ জন

চট্টগ্রামে নতুন আক্রান্ত ২০৫ জন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: মঙ্গলবার সকাল সাড়ে আটটা হতে বুধবার সকাল সাড়ে আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২০৫ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৯ হাজার ৫৪৫ জন। এসময়ে করোনায় মৃত্যুবরণ করেছেন ৪ জন।

বুধবার (২৮ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানাগেছে।

এসময়ে কক্সবাজার মেডিক্যাল কলেজসহ চট্টগ্রামের ৯টি ল্যাবে ১ হাজার ৬৬২টি নমুনা পরীক্ষা করা হয়।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ২০৫ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৬৬২টি। আক্রান্তদের মধ্যে নগরে ১৬৪ জন এবং উপজেলায় ৪১ জন।