Home চট্টগ্রাম চট্টগ্রামে আরও দু`দিন বৃষ্টি

চট্টগ্রামে আরও দু`দিন বৃষ্টি


শনিবার ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড


বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: দেশের উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় এখনও বিরাজ করছে লঘুচাপ। এর কারণে সাগর উত্তাল। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম নদী বন্দরে ১ নম্বর নৌ-সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 
আবহাওয়াবিদরা জানান, লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় বায়ু চাপের তারতম্য ঘটেছে। যার কারণে গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এভাবেই চট্টগ্রামে আগামী দু’দিন আকাশ মেঘলা থাকবে। এ সময়  চট্টগ্রামের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি থাকবে।  
চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের সহকারি আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, এখন তিন নম্বর সতর্ক সংকেত দেওয়া আছে। চট্টগ্রামে আকাশ মেঘলা আছে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আগামী দুই একদিন এমনই থাকবে।
তিনি আরও জানান, বর্ষা মৌসুমে সাগরে সৃষ্ট লঘুচাপ সাধারণত দুই থেকে তিন দিন থাকে। এ লঘুচাপের জেরে মেঘমালা কেটে যায়। এরপর স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে। সেই হিসেবে আগামী দু’দিন চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টির পর মেঘ কেটে যেতে পারে।
এদিকে শুক্রবার থেকেই চট্টগ্রামের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার দুপুর ১২টার পূর্ববর্তী ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এর আগে, শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের এক সতর্ক বার্তায় বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, ময়মনসিংহ, খুলনা সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গপোসাগর ও সমুদ্রবন্দর সমূহে উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।