Home First Lead চট্টগ্রামে একদিনে মৃত্যু ৪, শনাক্ত ৭৪২

চট্টগ্রামে একদিনে মৃত্যু ৪, শনাক্ত ৭৪২

বিজনেসটুডে২৪ প্রতিনিধি চট্টগ্রাম: ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রামে ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মহানগর এলাকায় তিনজন ও উপজেলায় একজন । এ নিয়ে চট্টগ্রামে মোট ৯৬২ জনের মৃত্যু হলো। 

শনিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে । এ সময়ে ৭৪২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৪ দশমিক ৭৭ শতাংশ।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, হাসপাতালগুলোতে শয্যা সংকট তৈরি হয়েছে। আইসিইউতে নেই স্থান। চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন।