বিজনেসটুডে২৪ প্রতিনিধি,
চট্টগ্রাম: বন্দর নগরী, দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে গড়ে উঠছে একের পর এক তারকা হোটেল। আরেকটি তারকা হোটেল যাত্রা শুরু করছে ৩১ জানুয়ারি। নগরীর অভিজাত বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে সেনাকল্যাণ ট্রেড সেন্টারে চালু হচ্ছে চেইন চার তারকা হোটেল।
আন্তর্জাতিক চেইন হসপিটালিটি গ্রুপ বেস্ট ওয়েস্টার্ন-এর চট্টগ্রামে কার্যক্রম শুরু হবে এর মধ্যে দিয়ে। ঢাকায় তাদের দু’টি হোটেল।
বেস্ট ওয়েস্টার্ন এলায়েন্স-এর ব্যবস্থাপনা পরিচালক মামুন উর রহমান বিজনেসটুডে২৪ কে জানান, বাংলাদেশে বেস্ট ওয়েস্টার্ন-এর পোর্টফোলিওতে এটা নয়া সংযোজন। আমাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ব্যবসার কাজে এবং অবসর সময় কাটাতে এই নগরীতে আসা অতিথিদের স্বাগত জানাতে অপেক্ষা করছি। আমাদের আকর্ষণীয় নানা সুবিধা অতিথিদের দেবে এক নতুন অভিজ্ঞতা।
ব্যবস্থাপনা পরিচালক মামুন উর রহমান আশা করেন, বেস্ট ওয়েস্টার্ন চট্টগ্রামে আতিথিয়েতার ক্ষেত্রে নতুন মুখ হয়ে উঠবে, নতুন দৃষ্টান্ত হবে। কেবল পর্যটক নয়, স্থানীয়দের কাছেও আকর্ষণীয় হয়ে উঠবে বেস্ট ওয়েস্টার্ন এলায়েন্স । বন্দর নগরীতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একমাত্র চার তারকা মানের এই হোটেলের ছাদ থেকে সমগ্র নগরীর দিন-রাতের রূপ এবং সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকরা। ফিটনেস সেন্টার-স্পাসহ নানা ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। হোটেলে রয়েছে ৮৮টি কক্ষ। আর বিভিন্ন অনুষ্ঠানের জন্য রয়েছে সম্মেলন কক্ষ। ৬ এ সম্মেলন কক্ষ। ৫এ বার। ৩ এ সুইমিং পুল। কফি শপ গ্রাউন্ড ফ্লোরে।
ব্যবস্থাপনা সংশ্লিষ্টরা জানালেন, চট্টগ্রাম, কক্সবাজার, পাবর্ত্য চট্টগ্রামের পর্যটন স্পটগুলো দেখতে প্রতি বছরই বিদেশী পর্যটকদের সংখ্যা বাড়ছে। ব্যবসায়িক প্রয়োজনে বিদেশীদের আগমনও বাড়ছে। আনোয়ারা ইপিজেড, মিরসরাই ইপিজেড হচ্ছে। চট্টগ্রাম বন্দরে শুরু হচ্ছে ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট ব্যবস্থা। এখানে অর্থনৈতিক তৎপরতা দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। এসব কিছু মাথায় রেখে চালু করা হচ্ছে হোটেলটি।
বর্তমানে বানিজ্যিক রাজধানীর একমাত্র ৫ তারকা মানের হোটেল রেডিসন ব্লু। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের পাশে তৈরি হচ্ছে বিশ্বমানের আর একটি পাঁচ তারকা হোটেল ‘পেনিনসুলা এয়ারপোর্ট গার্ডেন’। পতেঙ্গা নেভাল রোডের পাশে কর্ণফুলী টানেলের সন্নিকটে তৈরি হচ্ছে হোটেল ‘পেনিনসুলা এয়ারপোর্ট গার্ডেন’ ২০৮ কোটি টাকা ব্যয়ে । শিগগির চালু হবে বলে আশা করা যাচ্ছে। হোটেলে ২০০টির বেশি অতিথি কক্ষ থাকবে। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান মেরিয়ট ইন্টারন্যাশনাল প্যাসিফিক জিন্সের সঙ্গে চট্টগ্রামে ২৫০ কক্ষের জেডব্লিউ ম্যারিয়ট হোটেল চট্টগ্রাম নির্মাণ করছে । ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট চট্টগ্রামেও একটি ওয়েস্টিন হোটেল ৩০০ মিলিয়ন ডলারে তৈরি করছে। ফ্রান্সের অ্যাকর্ড গ্রুপও চট্টগ্রামে তাদের ব্র্যান্ড হোটেল সোফিয়া স্থাপন করবে।
ট্রাভেল এজেন্সি কর্মকর্তারা জানান, দেশে পাঁচ তারকা হোটেলগুলোর মধ্যে সবচেয়ে ব্যস্ততম হলো গুলশানের হোটেল ওয়েস্টিন। কক্ষের হিসাবে সবচেয়ে বড় পাঁচ তারকা হোটেল বিমান বন্দর সড়কের লা মেরিডিয়ান। রাজধানীতে অন্যান্য তারকা হোটেলগুলোর মধ্যে রয়েছ রেডিসন ব্লু, রিজেন্সি, সিক্স সিজন, প্লাটিনাম স্যুইট ও হোটেল লেকশোর, থাইল্যান্ডের ব্র্যান্ড হোটেল আমারি ঢাকা।
ঢাকা, কক্সবাজার, সিলেটে পাঁচ তারকা হোটেল তৈরি হচ্ছে আরও।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট ও গলফ এবং হবিগঞ্জের বাহুবলে দ্য প্যালেস রিসোর্ট ও স্প্যা বেশ খ্যাতি পেয়েছে ইতিমধ্যে।
বিমান ও পর্যটন মন্ত্রণালয় হোটেল রেস্তোঁরা বিধিমালা সংশোধন করেছে। অবকাঠামোসহ বিভিন্ন সেবা ও জনবলের দক্ষতা দিয়ে হোটেল বা রিসোর্টের মান নির্ধারণ করে দেয়া হবে। সংশোধিত বিধিমালায় তারকা মানের হোটেলগুলোর সেবা ও জনবলের দক্ষতা নির্ধারণ করে দেয়া হয়েছে। প্রতিটি হোটেলে কোন কোন সেবা থাকতে হবে এবং সেগুলো পরিচালনায় কত জনবল থাকতে হবে তা অন্তর্ভুক্ত করা হয়েছে বিধিমালায়।