Home চট্টগ্রাম চট্টগ্রামে করোনা টেস্ট কমেছে

চট্টগ্রামে করোনা টেস্ট কমেছে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: শনিবার সকাল সাড়ে আটটা হতে রবিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত২৪ ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছেন ৮৪ জন। এসময় ৮৩১ জনের নমুনা পরীক্ষা করে এ সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় মারা গেছেন ৪ জন।

রবিবার ( ০২ মে ) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানাগেছে।

আগের দিন শনিবার চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন । ওইদিন আক্রান্তের সংখ্যা ছিল ১৮০।

এদিকে চট্টগ্রামে করোনা টেস্ট কমেছে। ২৪ ঘণ্টায় নয়টি ল্যাবের মধ্যে পাঁচটিতে ৮৩১ জনের নমুনা পরীক্ষা হয়। শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ১০ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগরীর বাসিন্দা ৬৭ জন। ১৭ জন বিভিন্ন উপজেলার।

করোনায় মৃত্যুবরণকারীদের মধ্যে মহানগরীর দুই জন এবং জেলার দুই জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২৮জন।