Home চট্টগ্রাম চট্টগ্রামে করোনা সংক্রমণ বেড়েছে

চট্টগ্রামে করোনা সংক্রমণ বেড়েছে

বিজনেসটুডে প্রতিনিধি
চট্টগ্রাম: চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। এ পর্যন্ত ১৮ হাজার ৯৪৯ জন শনাক্ত করা হয়েছে। তার মধ্যে ১৩ হাজার ৬২০ জন নগরের ও ৫ হাজার ৩২৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছে। গত ২৪ ঘন্টায় নগরীতে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মোট ২৯৩ জন মারা গেছেন। তারমধ্যে ২শ জন নগরের ও ৯৩ জন উপজেলার। গতকাল চট্টগ্রামে ১ হাজার ৮৫টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরো ৯০ জন।

ল্যাব সুত্রে জানা যায়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩৮৬টি নমুনা পরীক্ষা করে ৩১ জন করোনা পজেটিভ পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫৬টি নমুনা পরীক্ষা করে ৪ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৬টি নমুনা পরীক্ষা করে ৪ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৫৯টি নমুনা পরীক্ষা করে ১১ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১০টি নমুনা পরীক্ষা করে ২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৯টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ১৫ জন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-এ ৪১৬টি নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫৯ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জন, ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৪১৬ জনের নমুনা পরীক্ষায় ২০ জন ওকক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৫৫ জনের নমুনা পরীক্ষা করে একজনের করোনা সংক্রমণ মিলেছে। চট্টগ্রাম জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৮ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।