বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ আরও কমেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৫০ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। সংক্রমণের হার ২ দশমিক ৯৭ শতাংশ। তবে দু’দিন মৃত্যুশূন্য থাকার পর করোনায় আক্রান্তদের ২ জন মারা গেছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো করোনা সংক্রান্ত চট্টগ্রামের হালনাগাদ পরিস্থিতি নিয়ে নিয়মিত রিপোর্টে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে দেখা যায়, শনিবার চট্টগ্রামের ১ হাজার ৬৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন শনাক্ত ৫০ জন বাহকের মধ্যে শহরের বাসিন্দা ৩০ জন এবং আট উপজেলার ২০ জন। ফলে জেলায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ১ হাজার ৩৮৭ জনে। সংক্রমিতদের মধ্যে শহরের বাসিন্দা ৭৩ হাজার ৩৮৭ জন ও গ্রামের ২৭ হাজার ৮৯৮ জন।
দু’দিন মৃত্যুহীন থাকার পর গতকাল করোনায় শহরের ২ জনের মৃত্যু হয়েছে। ফলে জেলায় মোট মৃতের সংখ্যা এখন ১ হাজার ২৮১ জন। এর মধ্যে ৭০৮ জন শহরের ও ৫৭৩ জন গ্রামের।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪১২ জন। ফলে জেলায় এ পর্যন্ত মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ৮৬ হাজার ১৬৯ জনে উন্নীত হলো।