বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে পোশাক কারখানাগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলমান বিধিনিষেধের মধ্যে চট্টগ্রামে ইতোমধ্যে খোলা হয়েছে ২৬৭ কারখানা।
জানা গেছে, পোশাক খাতে চট্টগ্রামে ১ হাজার ৩৮২টি কারখানা রয়েছে, এগুলোর মধ্যে ১ আগস্ট থেকে উৎপাদনে ফিরেছে ২৬৭ কারাখানা। এসব কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেয়া শুরু করেছেন।
শিল্প পুলিশের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশের বিভিন্ন শিল্প অধ্যুষিত অঞ্চলে মোট কারখানা রয়েছে ৮ হাজার ২২৬টি। এর মধ্যে রবিবার(১আগস্ট) পর্যন্ত ৪ হাজার ৮৫৭টি কারখানা খুলে দেয়া হয়েছে, যা মোট কারখানার ৫৯ শতাংশ।
এদিকে চট্টগ্রামে পরিবহন সংকটের কারণে কারখানায় যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন এ খাতের শ্রমিকরা। কারাখানা খোলা থাকলেও গণপরিবহন চলাচলে বিধিনিষেধ অব্যহত থাকায় এ ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
এ প্রসঙ্গে আলাপকালে কর্ণফলী ইপিজেডের এমএএস কারাখানার শ্রমিক জান্নাতুল মাওয়া বলেন, গণপরিবহন চালু না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে। কারখানা কর্তৃপক্ষ যদি যাতায়াত সুবিধা প্রদান করতো তাহলে আমাদের দুর্ভোগ অনেকটাই কমে যেত।
এদিকে রফতানিমুখী শিল্প মালিকরা বলছেন, বিধিনিষেধ চলাকালে কোনো শ্রমিক কর্মস্থলে ফিরতে না পারলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে না।
পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বিজনেসটুডে২৪কে বলেন, লকডাউন পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত গ্রামে অবস্থানরত কোনো শ্রমিক-কর্মচারী কারখানায় কাজে যোগদান করতে না পারলে তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়া হবে না। পোশাক খাতে আমাদের ৯০ থেকে ৯৫ শতাংশ শ্রমিকই কাজে যোগ দিয়েছেন।