বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে বিভিন্ন সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন আরও অনেকে। কেউ দিয়েছেন প্রতিরোধ সরঞ্জাম, আর কেউ অসহায় মানুষদের হাতে তুলে দিয়েছেন খাবার সামগ্রী।
নাহার এগ্রো গ্রুপ শনিবার বিভিন্ন সরঞ্জাম এবং গরিব মানুষদের জন্য কিছু আর্থিক সাহায্য হস্তান্তর করেছেন মিরসরাই উপজেলা প্রশাসনের কাছে। ইউএনও মোহাম্মদ রুহুল আমিন এগুলো গ্রহণ করেন। নাহার এগ্রো গ্রুপের ম্যানেজার (প্রশাসন) ফাইম উদ্দিন ভূঁইয়া এবং এজিএম (উন্নয়ন) মো. আলা উদ্দিন চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোরশেদুল আলম কাদেরী মোহরায় অসহায় বিভিন্ন পরিবারের মধ্যে খাবার সামগ্রী বিতরণ করেন।
রক্তদাতা সংগঠন কণিকা ও জুলেখা মাওলা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় শতাধিক দিনমজুর, ভিক্ষুক, রিকশাচালক ও অসহায় পরিবারের কাছে এক সাপ্তাহের খাবার পৌঁছে দেয়া হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন পিপিএম এর তত্বাবধানে তা বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারের জন্য ৫ কেজি চাল, ১ কেজি ডাল, লবণ, আলু ও সাবান দেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কণিকার সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সায়েম এবং সাইফুল্যাহ মনিরসহ সদস্যবৃন্দ।
ওসি মোহাম্মদ মহসীন কোতোয়ালি এলাকায় নিম্নবিত্তদের সহায়তায় যারা এগিয়ে আসবেন তাদেরকে থানার সহযোগিতা গ্রহণের আহবান জানিয়েছেন।
চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে নগরীর বিভিন্ন ওয়ার্ডে জীবাণুনাশক স্প্রে, মাস্ক ও স্যানিটাইজার সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি’র চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি’র নেতৃত্বে নগরীর আকবর শাহ থানার ৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়। ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে চাল, ডাল, সয়াবিন, আলু, সাবানসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।