বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল করতে চায় চীন।
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং আজ সোমবার এ কথা বলেছেন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত এক মতবিনিময় সভায় ।
লি জিমিং বলেন, জাপান মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর তৈরি করছে। সোনাদিয়ায় করার তাদের যে প্রস্তাব ছিল সেটার আর প্রয়োজন নেই। তবে, চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল করতে তাদের আগ্রহ আছে।
চীনের হুবেই প্রদেশে যে ১৭২ বাংলাদেশি শিক্ষার্থী রয়েছে আপাতত তাদেরকে ফিরিয়ে না আনার পরামর্শ দিয়ে তিনি বলেন, তাদের মাধ্যমে করোনাভাইরাস সংক্রামণের ঝুঁকি আছে। আমি চাই না বাংলাদেশেও করোনাভাইরাস ছড়িয়ে পড়ুক।
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন,করোনাভাইরাস সমস্যা শুধু উহানে। অন্য প্রদেশে কোন সমস্যা নেই। উহান ছাড়া সবখানে স্বাভাবিক কার্যক্রম চলছে। এই সময় পাশে থাকার জন্য বাংলদেশ সরকারের প্রতি চীন খুবই কৃতজ্ঞ বলে মন্তব্য করেন তিনি।
জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আঙ্গুর নাহার মন্টি। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান।