Home চট্টগ্রাম চট্টগ্রামে ভারী বর্ষণের সম্ভাবনা

চট্টগ্রামে ভারী বর্ষণের সম্ভাবনা


বিজনেসটুডে২৪ প্রতিনিধি 

চট্টগ্রাম: নগরীতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সোমবার ৬ জুন বিকেল ৪টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টার ভারী বর্ষণের সতর্কবার্তায় এ কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
রবিবার চট্টগ্রামে ৯৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ৬ জুন বজ্রপাতে চট্টগ্রামে সাতজনের মৃত্যু হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বায়ুর সংমিশ্রণের ফলে চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
দুয়েক দিনের মধ্যে সারাদেশে ছড়িয়ে পড়বে বর্ষার আবহ; আগামী পাঁচ দিনের মধ্যে বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়বে। টানা কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ চলছে।
এদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ময়মনসিংহ, বরিশাল , চট্টগ্রাম ও সিলেট এবং ঢাকার পূর্বাঞ্চল পর্যন্ত অগ্রসর হয়েছে। এটি আরও অগ্রসর হওয়ার জন্য আবহাওয়াগত পরিস্থিতি অনুকূলে রয়েছে।
রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে। এছাড়া  সন্দ্বীপে ৯৭ মিলিমিটার এবং পটুয়াখালীতে ৯১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।