চট্টগ্রাম:: পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আগামী ২০ অক্টোবর সকাল ৮টায় চট্টগ্রামের মুরাদপুরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকাহ থেকে লাখো মানুষের অংশগ্রহণে বের হবে শোভাযাত্রা। এবার শোভাযাত্রায় নেতৃত্ব দিবেন দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরিফের হজরত সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ)।
প্রতি বছরের মতো এবারও শোভাযাত্রায় লাখো মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করে আয়োজকরা বৈশ্বিক মহামারি করোনার কারণে স্বাস্থ্যবিধি মানার ওপর গুরুত্বারোপ এবং চট্টগ্রামের বাইরের জেলাগুলো থেকে শোভাযাত্রায় অংশগ্রহণ নিরুৎসাহিত করছেন। গাউসিয়া কমিটি নিজ নিজ জেলা সদরে ২০ অক্টোবর শোভাযাত্রার আয়োজনের জন্য বলা হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন।
এ সময় তিনি বলেন, আনজুমান ১৯৭৪ থেকে চট্টগ্রাম থেকে চালু করেছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে ‘জশনে জুলুস’। যা বর্তমানে সমগ্র দেশে বহুল জনপ্রিয়তা পেয়ে, অধিকাংশ সুন্নি সূফী ঘরানার প্রতিষ্ঠান এবং দরবার থেকে অনুসৃত হয়ে আসছে। রবিউল আউয়ালের শুরু থেকে ১২ রবিউল আউয়াল পর্যন্ত এ দেশে কয়েক হাজার ছোট-বড় শোভাযাত্রা বের করা হয় এর প্রেরণা থেকে।
নবী প্রেমিক জনতা মিলিত হবেন ১২ রবিউল আউয়াল চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া কামিল মাদ্রাসা ময়দানের জুলুসে এবং ৯ রবিউল আউয়াল ঢাকার মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যবিয়া আলীয়া কামিল মাদ্রাসার ময়দান থেকে বের করা জশনে জুলুসে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের এডিশনাল সেক্রেটারি মুহাম্মদ সামশুদ্দীন, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি কাজী সামশুর রহমান, জামেয়ার চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ দিদারুল ইসলাম, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, মাওলানা আবদুল্লাহ, সাবের আহমদ প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭৪ সাল থেকে প্রতিবছর ১২ রবিউল আউয়াল আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় এ জুলুস হয়ে আসছে চট্টগ্রাম ও ঢাকায়।
-বাসস