বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফলাফলে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।
ঘোষিত ৩৩৯ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ১ লাখ ৩৮ হাজার ৬৭৪ ভোট পেয়েছেন। তার নিকটতম বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ১৯ হাজার ১৩৮ ভোট। সর্বশেষ রাত সাড়ে ১০টায় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষে থেকে ৩৩৯ কেন্দ্রের ঐ ফলাফল পাওয়া গেছে।
বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্তত টানা ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৬টার দিকে অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফলাফল ঘোষণা শুরু হয়।
ফলাফল ঘোষণা করছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।
আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী ও বিএনপির ডা. শাহাদাত হোসেন ছাড়া নির্বাচনে অন্য পাঁচ মেয়র প্রার্থীর মধ্যে আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির আবুল মনজুর ৫৯৫, মোমবাতি প্রতীকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন ১১৯, স্বতন্ত্র প্রার্থী হাতি প্রতীকে খোকন চৌধুরী ৮৯, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ ৫২ ভোট এবং হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম পেয়েছেন ৩৬৭ ভোট।