বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: নগরীর সুবিধাবঞ্চিতরা বিনামূল্যে সিটি কর্পোরেশনের শৌচাগার ব্যবহারের সুযোগ পাবেন। সোমবার এসব মানুষদের হাতে সিটি কর্পোরেশন এক্সেস কার্ড তুলে দিয়েছে যা দিয়ে তারা ৭টি গণশৌচাগার ব্যবহারের সুযোগ পাবেন।
সিটি কর্পোরেশন এই উদ্যোগ বাস্তবায়ন করেছে এনজিও সংস্থা দুস্থ স্বাস্থ্য কর্মসূচি ( ডিএসকে )এর সহায়তায়। ভিক্ষুক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের মানুষেরা বিনামূল্যে শৌচাগার ব্যবহারের সুবিধা ভোগ করতে পারবেন।
সোমবার এ উপলক্ষে সিটি কর্পোরেশনের কে বি আবদুচ সাত্তার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। সভাপতিত্ব করেন ডিএসকে পরিচালক ( স্বাস্থ্য ) ডা. মাহমুদুর রহমান। বক্তব্য রাখেন চট্ট্গ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক বেনু কুমার দে, ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক এ এস এম শাহেদুল ইসলাম, অধ্যাপক ড. ইদ্রিস আলী, কাউন্সিলর হাজি নুরুল হক প্রমুখ।