Home চট্টগ্রাম চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৫৯

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৫৯

শনাক্তের হার ৩৪.১২%

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: ২৪ ঘণ্টায় এখানে করোনায় আক্রান্ত হয়েছে ৫৫৯ জন। এদের মধ্যে শহরের ৪১৪ জন এবং ১৪ উপজেলায় ১৪৫ জন।

এ সময়ে মৃত্যু হয়েছে ৫ জনের। তাদের একজন শহরে এবং ৪ জন গ্রামে।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়েছে- উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ রাউজানে ৩৬, সীতাকুন্ডে ১৮, রাঙ্গুনিয়ায় ১৫, পটিয়ায় ১২, হাটহাজারীতে ১১, বাঁশখালীতে ১০, আনোয়ারা ও মিরসরাইয়ে ৯ জন করে, বোয়ালখালীতে ৭, ফটিকছড়িতে ৬, সাতাকানিয়ায় ৫, সন্দ্বীপে ৪, লোহাগাড়ায় ২ এবং  চন্দনাইশে ১ জন রয়েছেন।

জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৬০ হাজার ৯২৭ জন।শহরে ৪৭ হাজার ৩৮১ ও গ্রামের ১৩ হাজার ৯২৭ জন।

রবিবার করোনায় আক্রান্তদের মধ্যে শহরের একজন ও গ্রামের ৪ জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা বেড়ে এখন ৭২২ জন। এতে শহরের ৪৮২ ও গ্রামের ২৪০ জন।

সুস্থ্যতার ছাড়পত্র পেয়েছেন নতুন ১৫৯ জন। মোট আরোগ্যলাভকারীর সংখ্যা ৫০ হাজার ৪৮ জন।