বিশ্বব্যাপি কর্মরত পরিবেশ বিষয়ক সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন Earth Journalism Network EJN এর ফেলোশীপ পেয়েছেন চট্টগ্রামে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের তিন সাংবাদিক।
তারা হলেন: বেসরকারি রেডিও স্টেশন রেডিও টুডের ব্যুরো প্রধান সালেহ নোমান, ইংরেজী দৈনিক দ্যা বিজনেস ষ্টাণ্ডার্ড এর বুরো প্রধান সামচ্ছুদ্দিন ইলিয়াস এবং ইংরেজী দৈনিক ডেইলি অবজারভার এর স্টাফ রিপোর্টার শাহীনুর আকতার উর্মি।
বঙ্গোপসাগর অঞ্চলে জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজন সংক্রান্ত নির্দিষ্ট বিষয়ে প্রতিবেদন তৈরীর জন্য তাদের এই ফেলোশীপ প্রদান করে ওয়াশিংটন ভিত্তিক পরিবেশ সাংবাদিকদের শীর্ষ আন্তর্জাতিক সংগঠন ইজেএন।
ফেলোশীপ পাওয়া সাংবাদিকদের মধ্যে সালেহ নোমান রেডিও টুডে ছাড়াও দেশ- বিদেশের বিভিন্ন সংবাদ সংস্থা ও পত্রিকার জন্য লেখালেখি করেন। ইতোপূর্বে তিনি, মানব- পাচার, শরণার্থী এবং অভিবাসন বিষয়ে রিপোটিং এর জন্য আইওএম- ব্রাক পুরস্কার এবং রোটারী ক্লাব পুরস্কার অর্জন করেন।
ইজেএন প্রতিবছর বঙ্গোপসাগর অঞ্চলের দেশগুলোর সাংবাদিকদের এই ফেলোশীপ দিযে থাকে। এবারই প্রথম চট্টগ্রাম থেকে একসাথে তিন সাংবাদিক সম্মানজনক এই ফেলোশীপ অর্জন করলেন। -সংবাদ বিজ্ঞপ্তি