বিজনেসটুডে২৪ ডেস্ক
চট্টগ্রাম: আমাগী ৮ এপ্রিল থেকে নগরীতে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী।
তিনি বলেন, তাড়াহুড়া করবেন না। দ্বিতীয় দফা দেয়ার জন্য পর্যাপ্ত ভ্যাকসিন সংরক্ষণ করা আছে। প্রতিদিন কম করে হলেও এক হাজার মানুষ ভ্যাকসিন পাবেন। অধিকাংশ ভ্যাকসিন আসবে ভারত থেকে। এছাড়া চীন, রাশিয়াসহ বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন আনার প্রক্রিয়া রয়েছে। আমরা চেষ্টা করব ডাক্তার, নার্সসহ সব পর্যায়ের মানুষকে নিয়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব সুষ্ঠু ও সুন্দরভাবে মোকাবিলা করতে পারি।
মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে লালদিঘী পাড়ে সিটি কর্পোরেশনের পাবলিক লাইব্রেরিতে খোলা আইসোলেশন সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।