Home Second Lead চট্টগ্রাম ক্যাটেল এক্সপোতে ‘হোয়াইট টাইগার’

চট্টগ্রাম ক্যাটেল এক্সপোতে ‘হোয়াইট টাইগার’

ছবি সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: শুক্রবার নগরীর আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্যাটেল এক্সপোতে ৩২ খামারের  ‍সুসজ্জিত ১০০ গরু প্রদর্শন করা হয়েছে। এখানে হেঁটেছে সুসজ্জিত গরুর দল। হয়েছিল ব্যাপক দর্শক সমাগম। তবে, বেশি ভিড় ছিল থাইল্যান্ড থেকে আনা `হোয়াইট টাইগার’কে ঘিরে। গরুটি এনেছে সারা এগ্রো।‘চট্টগ্রাম ক্যাটেল এক্সপো ২০২২’ ‍শিরোনামে গরুর এ প্রদর্শনী  শুরু হয় সকাল ১০টায়। শেষ হয় বিকেলে ৫ টায়। এক্সপোতে ছিল জার্সি, শাহীওয়াল, ফ্রিজিয়ান, মিরকাদিমসহ নানা জাতের গরু। গরুগুলো বিক্রির জন্য নয়, বরং প্রদর্শনের জন্যই আনা হয়েছে বলে জানালেন আয়োজকরা।এক্সপোর প্রধান সমন্বয়ক বোরহানুল হাসান চৌধুরী সালেহীন বলেন, এক্সপোতে কোনো পশু বিক্রি হচ্ছে না। প্রাকৃতিক উপায়ে পশু লালন পালনের অভিজ্ঞতা ও তথ্য উপাত্ত তুলে ধরা হচ্ছে।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে গরু সম্পর্কে ইতিবাচক ধারণা দেওয়ার পাশাপাশি পশুকে স্বাস্থ্যসম্মতভাবে কীভাবে মোটাতাজা করা যায়, এক্সপোতে সে সব জানানো হচ্ছে।

থাইল্যান্ড থেকে  হোয়াইট টাইগার গরু নিয়ে আসা  সারা অ্যাগ্রো জানায়, তাদের সংগ্রহে ৩০০টির বেশি ব্রাহামা জাতের গরু আছে। থাইল্যান্ডের ব্রাহামার পাশাপাশি শাহীওয়ালও নিয়ে এসেছে এক্সপোতে।

গুজরাটি জাতের একটি ষাঁড় এনেছেন আরবিএস অ্যাগ্রো। ব্যবস্থাপনা পরিচালক রবিউল হক চৌধুরী জানালেন যে প্রায় ২০ বছর ধরে তাদের খামার। তিনি বলেন, শুধু বড় গরু পালন করতে হবে এমন নয়। ছোট ছোট গরু দিয়েও শুরু করা যাবে। বন্দরনগরীতে অনেক খামার আছে। এই এক্সপোর মাধ্যমে একটি ফার্মের সঙ্গে আরেকটি ফার্মের অভিজ্ঞতা শেয়ার করা সম্ভব হয়েছে।