Home Second Lead চট্টগ্রাম থেকে মোংলা যাওয়া জাহাজে কাজ বন্ধ করোনা আতংকে

চট্টগ্রাম থেকে মোংলা যাওয়া জাহাজে কাজ বন্ধ করোনা আতংকে

বাল্ক ক্যারিয়ার সেরেনিটাস এন। ছবি: সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: বহির্নোঙরে কয়লা খালাস করে মোংলা গিয়েই করোনাভাইরাস আতংকে আটকে গেল মার্শাল পতাকাবাহী জাহাজ এমভি সেরেনিটাস এন। আজ বৃহস্পতিবার সকাল থেকে কাজ বন্ধ। এই সংবাদ জানার পর দুশ্চিন্তা বিরাজ করছে চট্টগ্রামে জাহাজটির কয়লা খালাসে যেসব স্টিভিডোরিং কর্মী নিয়োজিত ছিল তাদের  মধ্যে।

পোর্ট হেলথ অফিসার, মোংলা সুফিয়া খাতুন জানান, সেরেনিটাস এন-এর ফিলিপাইনি ৩ নাবিককে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তারা জ্বরে আক্রান্ত। প্রাথমিক পরীক্ষায় করোনাভাইরাস সনাক্ত হয়নি। জাহাজেই তারা পর্যবেক্ষণে। আপাততঃ এদের নিয়ে আতংকের কিছু নেই বলে জানালেন তিনি।

মার্শাল পতাকাবাহী বাল্কক্যারিয়ারটি ইন্দোনেশিয়া থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে এসেছে। চট্টগ্রামের বহির্নোঙরে ৩১ হাজার টন খালাস করে মঙ্গলবার রওনা হয় মোংলা। পশুর চ্যানেলের হাড়বাড়িয়া পয়েন্টে ৩ নম্বর মুরিং বয়ায় তা নোঙর করেছে । বুধবার থেকে ২৪ হাজার টন কয়লা খালাস শুরু হয় সেখানে। জাহাজের ২৪ জন নাবিকের মধ্যে ফিলিপাইনি ৩ জন জ্বরে আক্রান্ত হওয়ার সংবাদ জানাজানি হলে মোংলা বন্দর কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার সকালে কাজ বন্ধের নির্দেশ দেয় এবং স্টিভিডোরিং শ্রমিকরা নেমে যায়। পোর্ট হেলথ অফিসারের নেতৃত্বে বিশেষ টিম দ্রুত জাহাজে গিয়ে পৌঁছে। আক্রান্তদের পরীক্ষা নিরীক্ষা করা হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফখর উদ্দিন জানান, মার্শাল আইল্যান্ড পতাকাবাহী ‘এমভি সেরেনিটাস এন’ থেকে কয়লা খালাস বন্ধ রাখা হয়েছে। জাহাজটি  পশুর চ্যানেলের হাড়বাড়িয়ায় নোঙরে।

সর্বশেষ পরিসংখ্যান অনুসারে ফিলিপাইনে করোনায় আক্রান্ত হয়েছে ৩জন। তাদের একজন মারা গেছে এবং অপর দু’জন সুস্থ। আর ইন্দোনেশিয়ায় আক্রান্ত দু’জন।