Home Second Lead চট্টগ্রাম বন্দরের ১৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ

চট্টগ্রাম বন্দরের ১৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ

বন্দর ভবন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: ‘সমৃদ্ধির স্বর্ণদ্বার’, জাতির অহংকার ও গৌরবের প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দরের ১৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ ২৫ এপ্রিল শনিবার।

নজিরবিহীন জাহাজ ও কন্টেইনার জট সামলাতে বন্দর প্রশাসন যখন হিমশিম আর বিশ্বজুড়ে বিরাজমান করোনা সন্ত্রাসের মধ্যে এলো এবারে দিনটি। তাই এবারে নেই কোন আনুষ্ঠানিকতা। তবে, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন যে করোনা সংকট অতিক্রান্ত হলে আগামীতে মুজিববর্ষের বিশেষ আঙিকে বন্দর দিবস উদযাপনের উদ্যোগ নেয়া হবে।

ইতিমধ্যে বিশ্বের ব্যস্ত বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দর কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতার দিক থেকে এগিয়েছে ৬ ধাপ। অবস্থান এখন ৬৪ তম। ২০১৮ সালে ছিল ৭০ম। শিপিংবিষয়ক লন্ডনভিত্তিক বিশ্বের সবচেয়ে পুরনো জনপ্রিয় সংবাদমাধ্যম লয়েড লিস্ট প্রতিবছর তালিকাটি প্রকাশ করে। ২০০৮ সালে লয়েডএর তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল ৯৫তম। এরপর গত ১১ বছরে ধাপে ধাপে এগিয়েছে দেশের প্রধান এই সমুদ্র বন্দরঅপরদিকে, ডিজিটাল অনলাইন বার্থিং মনিটরিং সিস্টেম উদ্ভাবন করায় নৌপরিবহণ মন্ত্রণালয়ের শ্রেষ্ঠ উদ্ভাবক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ, () পিএসসি, বিএন।

জাতীয় রাজস্ব ভবন সব রকমের পণ্য ভর্তি কন্টেইনার অফডকসমূহে সরিয়ে নেয়ার অনুমোদন দেয়ায় বন্দরে জট কমতে শুরু করেছে। কন্টেইনার জট নেমে এসেছে ধারণক্ষমতার মধ্যে। বিভিন্ন বার্থে ৮টি জাহাজ থেকে চলছে কন্টেইনার খালাস।