Home চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২২ জুন শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২২ জুন শুরু

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: ২০২০-২১ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে।

তবে নির্দিষ্ট ইউনিটের জন্য তারিখ এখনো নির্ধারিত না হলেও কয়েক ধাপে আসছে ২২ জুন থেকে ২৪ জুন, ২৮ জুন থেকে ১ জুলাই এবং ৫ জুলাই থেকে ৮ জুলাই এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানাযন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান।

সোমবার (২২ ফেব্রুয়ারি) ডিনদের সমন্বয়ে অনুষ্ঠিত ৪র্থ জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

২০১৯-২০ শিক্ষাবর্ষের মতো এবারও চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ‘এ’ ইউনিটভুক্ত বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সে অ্যান্ড ফিশারিজ এই চারটি অনুষদ। এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

বিভাগগুলো হলো- রসায়ন, পরিসংখ্যান, গণিত, ফলিত রসায়ন ও কেমিকৌশল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, পদার্থবিদ্যা, ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়ো টেকনোলজি, উদ্ভিদবিদ্যা, প্রণিবিদ্যা, ভূগোল ও পরিবেশবিদ্যা, মনোবিজ্ঞান, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ, মাইক্রোবায়োলজি, মৃত্তিকা বিজ্ঞান, বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউট, পরিবেশ বিজ্ঞান, ফিশারিজ, ওশোনোগ্রাফি, মেরিন সায়েন্স।

বি ইউনিটে (কলা ও মানববিদ্যা অনুষদে) উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

এই ইউনিটের বিভাগগুলো হলো- পালি, সংস্কৃত, ফারসি ভাষা ও সাহিত্য, আধুনিক ভাষা শিক্ষা, বাংলাদেশ স্টাডিজ,বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস, দর্শন। তবে সংগীত, চারুকলা ও নাট্যকলা বিভাগে ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী শিক্ষার্থীদের আলাদাভাবে বি-১ উপ ইউনিটে আবেদন করতে হবে।

সি-ইউনিটে (ব্যবসায় প্রশাসন অনুষদ) উচ্চ মাধ্যমিকের বাণিজ্য শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এই ইউনিটের ডিপার্টমেন্টগুলো হলো, হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট এবং ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স,অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং।

সমন্বিত ডি-ইউনিটে সব গ্রুপের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন এমন ডিপার্টমেন্টগুলো হলো-অর্থনীতি, লোকপ্রশাসন, যোগাযোগ ও সাংবাদিকতা, সমাজতত্ত্ব, রাজনীতি বিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, নৃবিজ্ঞান, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স ও আইন অনুষদের আইন বিভাগ, ব্যবসায় প্রশাসনের সব বিভাগ, জীববিজ্ঞান অনুষদের ভূগোল ও পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান বিভাগ। তবে শিক্ষা অনুষদভুক্ত শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে সকল বিভাগের আগ্রহী শিক্ষার্থীদের আলাদাভাবে আবেদন করতে হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল হাসান জানান, ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে ডিন কমিটি আপাতত একটি সিদ্ধান্ত নিয়েছে। তবে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। পরীক্ষা আগের মতো হবে, ইউনিট বাড়বে না। ভর্তি পরীক্ষায় বসতে ন্যূনতম আবেদনের যোগ্যতায় পয়েন্ট বাড়ানো হবে। তবে কত বাড়ানো হবে সেটা কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি নির্ধারণ করবে।