বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের পদে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক বেনু কুমার দে।
বুধবার (৫ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৭৩ এর ১৪ (১) ধারা অনুসারে ড. বেনু কুমার দেকে ৪ বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রসায়ন বিভাগের অধ্যাপক বেনু কুমার দেকে উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়ার বিষয়ে বুধবার আমরা মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছি।