চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল’র চিকিৎসকদের করোনাকালীন জরুরি পরিবহন সেবা প্রদানের লক্ষ্যে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম ব্যক্তিগতভাবে একটি মাইক্রোবাস সরবরাহ করেন।
বুধবার (০৭ এপ্রিল ) সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার প্রাঙ্গনে চেম্বার সভাপতির পক্ষে মাইক্রোবাস হস্তান্তর করেন চেম্বার পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন)।
উল্লেখ্য, মাহবুবুল আলম ইতোপূর্বে কোভিড-১৯ মহামারীকালীন দামপাড়াস্থ পুলিশ লাইন হাসপাতালে ১৫ সেট অক্সিজেন সিলিন্ডার, সার্জিস্কোপ এবং আল-মানাহিল নার্চার হাসপাতালে ২টি করে হাইফ্লো নেজাল কেনোলাসহ প্রায় ৭ হাজার দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল ও ভোগ্যপণ্য প্রদানসহ আর্থিক সহায়তা প্রদান করেছেন।
-সংবাদ বিজ্ঞপ্তি।