বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: করোনায় আরো এক জনের মৃত্যু হয়েছে এখানে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১৩৬ জন।
রবিবার জেলা সিভিল সার্জন অফিসসূত্রে জানা গেছে, শনিবার চট্টগ্রামে করোনায় আক্রান্ত দুইজনের মৃত্যু হয়, আক্রান্তের সংখ্যা ছিল ১৫৭ জন।
গত ২৪ ঘণ্টায় ৮টি ল্যাবে মোট ৬৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । সংক্রমণ শনাক্তের হার ২১ শতাংশ । আক্রান্তদের মধ্যে নগরীতে ৬৭ জন এবং বাকি ৬৯ জন বিভিন্ন উপজেলায়।
এ প্রথম মহানগরীর চেয়ে উপজেলায় বেশি রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ৯৮১ জনে দাঁড়িয়েছে। মারা গেছেন ৬৫৭ জন।
গত বছরের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে গত বছরের ৩ এপ্রিল। আর প্রথম মৃত্যু হয়েছে একই বছরের ৯ এপ্রিল।