Home First Lead চট্টগ্রাম সিটি নির্বাচনে ডা. শাহাদাত ধানের শীষের প্রার্থী

চট্টগ্রাম সিটি নির্বাচনে ডা. শাহাদাত ধানের শীষের প্রার্থী

ডা. শাহাদাত হোসেন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনয়ন পেয়েছেন ড. শাহাদাত হোসেন। তিনি চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতি।

বিএনপি পার্লামেন্টারি বোর্ড আজ সোমবার  রাতে এ সিদ্ধান্ত নিয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান সংবাদ সম্মেলনে। ডা. শাহাদাত গত সংসদ নির্বাচনে কোতোয়ালি আসনে নির্বাচন করেন।

মেয়র পদে ৬ জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। তাদের মধ্যে জমা দেন ৫ জন। তারা হলেন-মহানগর বিএনপি সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সাবেক যুগ্ম সম্পাদক এরশাদউল্যা, সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান এবং মহিলা বিষয়ক সম্পাদিকা ডা. লুসি খান।

সৈয়দ আজম উদ্দীন মনোনয়নপত্র নিয়েছিলেন। তবে, জমা দেননি।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আগামী ২৯ মার্চ।

মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মহানগর শাখার যুগ্ম সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী।

জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন নগর সভাপতি সোলায়মান আলম শেঠ।