Home Second Lead চট্টগ্রাম সিটি নির্বাচন ৫ আগস্টের মধ্যে হচ্ছে না

চট্টগ্রাম সিটি নির্বাচন ৫ আগস্টের মধ্যে হচ্ছে না

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: চট্টগ্রাম সিটি নির্বাচন আগামী ৫ আাগস্টের মধ্যে হচ্ছে না।

মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগকে এই সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন। করোনা মহামারি এবং সেই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ পাহাড় ধসের আশঙ্কা থাকায় এ সময়ের মধ্যে ভোট সম্ভব নয় বলে নির্বাচন কমিশনের উপ-সচিব মো. আতিয়ার রহমান এক পত্রে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিবকে।

২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়। মেয়াদ শেষ হবে আগামী ৫ আগস্ট। নির্বাচনী আইন অনুযায়ী ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বিধান রয়েছে। ২৯ মার্চ চট্টগ্রাম সিটির ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। করোনার কারণে ২১ মার্চ ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। নির্বাচনে মেয়র পদে ৬ প্রার্থী। তারা হলেন: আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী, বিএনপির ডা. শাহাদাত হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এমএ মতিন, পিপলস পার্টির আবুল মনজুর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম।

নির্বাচন না হলে করপোরেশনে প্রশাসক নিয়োগ করা হতে পারে। আইনে বলা হয়েছে, নতুন সিটি করপোরেশন প্রতিষ্ঠা করা হলে অথবা কোনো সিটি করপোরেশন বিভক্ত করা হলে অথবা কোনো সিটি করপোরেশন মেয়াদোত্তীর্ণ হলে সরকার নতুন সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত একজন উপযুক্ত ব্যক্তি বা কোনো কর্মকর্তাকে প্রশাসক নিয়োগ দিতে পারবে।

তবে মেয়াদোত্তীর্ণ সিটি করপোরেশনের ক্ষেত্রে ১৮০ দিনের বেশি দায়িত্বে থাকতে পারবেন না প্রশাসক।

স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ এর আগে বলেছিলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়াদ শেষ হলে তারপর তারা করণীয় ঠিক করবেন। নির্বাচন সম্ভব না হলে নির্বাচন কমিশনের মতামত নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে স্থানীয় সরকার বিভাগ।