বিজনেসটুডে২৪ ডেস্ক:বিশ্ব চড়ুই দিবস প্রতি বছর ২০ মার্চ পালিত হয়ে থাকে। এই ছোট্ট পাখিটিকে আমাদের আশপাশে আগে নিত্য দেখা যেত। মানুষের কাছাকাছি থাকতে ভালোবাসে এই পাখি।
বাড়িতে ঘুলঘুলিতে বাসা বেঁধে থাকত চড়ুই পাখি। কিন্তু আজকাল এই পাখি ক্রমশ হারিয়ে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদরা। এখনকার দিনে হাল ফ্যাশনের ফ্ল্যাট বাড়িতে ঘুলঘুলিই নেই, তো চড়ুই পাখি কোথায় বাসা বাঁধবে? এছাড়া মোবাইলের টাওয়ার থেকে বেরনো বিকিরণ চড়ুই পাখির জন্য ক্ষতিকর বলে দাবি অনেক বিশেষজ্ঞদের। চড়ুই পাখিকে রক্ষার জন্য সচেতনতা গড়ে তুলতেই ২০ মার্চ দিনটি বিশ্ব চড়ুই দিবস হিসেবে পালিত হয়ে থাকে।
ফ্রান্সের ইকো-সিস অ্যাকশন ফাউন্ডেশন ২০১০ সালে ২০ মার্চ দিনটিকে বিশ্ব চড়ুই পাখি দিবস হিসেবে পালন করে। তারপর থেকে প্রতি বছর ২০ মার্চ বিশ্বজুড়ে ক্রমশঃ কমতে থাকা চড়ুইপাখিদের প্রতি মানুষের সচেতনতা বাড়ানোর জন্য দিনটি পালিত হয়ে আসছে।
চড়ুই একসময় বাড়ির কাছাকাছি বিশ্বের সবচেয়ে বেশি দেখতে পাওয়া যেত, কিন্তু বিগত কয়েক বছরে, এই পাখিটির সংখ্যা শহর ও গ্রাম উভয় জায়গা থেকেই অনেকাংশে হ্রাস পাচ্ছে। চড়ুই পাখির সংখ্যা ক্রমশই কমতে থাকার মূল কারণগুলি হল, কৃষির জন্য ব্যাপক হারে কীটনাশকের প্রয়োগ, মোবাইল ও টিভি টাওয়ার থেকে ক্ষতিকারক রেডিয়েশন, গ্রীষ্ম বাড়ার সাথে সাথে প্রবল জলকষ্ট ইত্যাদি।
চড়ুইয়ের সংখ্যা কমে যাওয়া আমাদের জন্যও সতর্কতা। পরিবেশের কী মাত্রায় পরিবর্তন হলে একটা প্রজাতি ধীরে ধীরে কমে যায়, চড়ুইয়ের কমে যাওয়া সেদিকেই নির্দেশ করে। তাই বিশ্ব চড়ুই পাখি দিবস -এর উদ্দেশ্য হল সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলে এই পাখিগুলিকে অবলুপ্তির হাত থেকে বাঁচানো।