বিজনেসটুডে২৪ ডেস্ক
ইতিহাসে চতর্থবারের মত বন্ধ করা হলো ডিজনিল্যা্ন্ড।
ডিজনিল্যান্ডে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনও ঘটনা এখনও পর্যন্ত ধরা না পড়লেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে ৯/১১-র হামলা, নর্থরিজের ভূমিকম্প এবং জন এফ কেনেডির হত্যার পরে জাতীয় শোক দিবস উপলক্ষে সম্পূর্ণ ভাবে বন্ধ রাখা হয় ডিজনিল্যান্ড।
ক্যালিফোর্নিয়া এবং ফ্লোরিডায় ডিজমি থিম পার্ক ও প্যারিসে ডিজনি রিসর্ট এই সপ্তাহান্ত থেকেই বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে। শনিবার থেকে শুরু করে গোটা মাস ডিজনি ক্রুজ লাইন থেকে নতুন করে আর কোনও সফর হবে না।
বৃহস্পতিবার ওয়াল্ট ডিজনির এক বিবৃতিতে জানানো হয়, ডিজনিল্যা্ন্ড বন্ধ থাকলেও ডিজনিল্যান্ডের হোটেলগুলি পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত খোলা থাকবে ।
হংকং, সাংহাই এবং টোকিয়োতে ওয়াল্ট ডিজনির থিমপার্কগুলি অবশ্য চলতি বছরের শুরু থেকেই করোনাভাইরাসের আতঙ্কে বন্ধ রয়েছে।