বিজনেসটুডে২৪ ডেস্ক
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণের তারিখ পিছিয়েছে। আগামী ২৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর ভোটের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ মঙ্গলবার এ তথ্য জানান।
তিনি বলেন, চতুর্থ ধাপের ইউপি ভোটের নতুন তারিখ ২৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। তবে এখনো প্রজ্ঞাপন হয়নি।
আগামী ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরু হবে। এদিকে চতুর্থ ধাপে সারা দেশে ৮৪০টি ইউপিতে ভোট হবে। এর আগে প্রথম ও দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হয়েছে।
২৮ নভেম্বর তৃতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে। এরপর বাকি ইউনিয়নগুলোতে বিভিন্ন ধাপে ভোট গ্রহণ হবে। তবে নির্বাচন কমিশন চতুর্থ ধাপ পর্যন্ত তফসিল ঘোষণা করেছে। সারা দেশে সাড়ে চার হাজারের বেশি ইউনিয়ন আছে।