রাজস্থলী ( রাঙ্গামাটি): চন্দ্রঘোনা থানা পুলিশের বিশেষে অভিযানে সোমবার দু’জন ফেরারি আসামী গ্রেপ্তার হয়েছে। এদের একজন মো. জনি পিতা মৃত আবুল কাশেম সাং ডলুছড়ি থানা চন্দ্রঘোনা। তার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ রয়েছে। গ্রেপ্তার অপরজন হলো সুই প্রু অং মারমা পিং-সাথুই অং মারমা সাং- কালামাইশ্যা থানা – চন্দ্রঘোনা। তিনি খুনের মামলার আসামী।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে ঐ অভিযান পরিচালিত হয়েছে। আসামীদের আদালতে পাঠানো হয়েছে।
-সংবাদদাতা প্রেরিত